Tuesday 7 November 2017

"মান করেছি"

"মান করেছি"
@স্বরভাঙ্গা
|| তবে যাইহোক,
আমি আর যাব না'কো 
তোমাদের ও পাড়ায়
শুধু যাব অই চায়ের দোকানটিতে ।
দেখি, তোমার ভায়ের রক্ত-চক্ষু
কেমনে থামায় আমায়,
শুধু যাব না'কো আর
তোমাদের ও পাড়ায়।
কি ভাবছো ? ভয় পেয়েছি আমি,
না, একদমই না--অসম্ভব।
ভয়তো পাই না আমি,
তবে রাগ করেছি
কাল কেন আসনি তুমি
বিকাল বেলায়।
এক-কাপ, দুই কাপ
দু'য়ে দু'য়ে চার কাপ
আর কতো খেতাম আমি !
তাইতো আমি মান করেছি
বলব না'কো আসতে তোমায়
আর কখনো বিকাল বেলায়।
যাব না'কো আর
তোমার ও পাড়ায়
শুধু যাব অই চায়ের দোকানটিতে ||

25-10-2016 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা।

Sunday 5 November 2017

"দুইটা পাখির গল্প "

|| তুই আমাকে ভালবাসার গল্প শোনাস, 
শিখতে বলিশ ভালবাসা কারে কয় ! 
ওই পাগলি,
ইট, বালু, শুর্কি দিয়ে গড়া 
বহুতল ভবন দেখেছি কখনো? 
শুনেছিস কি ওর কারিগরদের আর্তনাদ 
যাদের রক্তের বিনিময়ে 
তোর ওই সপ্নের রাজ মহল? 
তবে শোন,
এক্টু এক্টু করে 
অজানা এক তেপান্তোরে হারিয়েগেছি আমি 
তোর হাত ধরে জন্ম দিয়েছি 
এক নিশপাপ ভালবাসার 
তোর অজান্তে 
তোকে নিয়ে ভেসেগেছি ঢেওয়ের তালে, 
নিজেকে না বলেই 
ভালবেসে ফেলেছি তোকে। 
আজ প্রতিটি নিশ্বাস 
শুধু তোর গান গায়ে যায় 
বেলা আবেলাই, 
এটাকে তুই কি বলবি? 
হয়তো ছেলেখেলা, 
তবে আমার কাছে 
এটা খারহীন সোনার মতই 
নিরেট তাই দামি||

"ধোঁয়াসা"

"ধোঁয়াসা"
বিশ্বাস তন্ময়

|| বিন্দুর সাথে বিন্দুর সংঘর্ষ, 
দল-হারা পাখির 
নিড়ে ফেরা হলো না আর
শুধু সময়ের পানে চেয়ে থাকা, 
বাকি সব ধোঁয়াসা ||

25-10-2016 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা।

"রিক্তের বেদন"

"রিক্তের বেদন"

বিশ্বাস তন্ময়

।। যেদিন ও থাকবে না
থেমে যাবে সব কোলাহল
স্মৃতিগুলো সব রয়ে যাবে তোলা, 
থাকবে না শুধু মায়াজাল। 
সকাল-বিকাল ডাকবে না আর, 
দেখবিনা ওকে অবেলায়, 
ঘুমের ঘোরে স্বপ্নচোরা 
উকি দিবেনা নিরালয়। 
সন্ধ্যাকালে জোনাকি দলে
মিটমিট করে প্রদীপ জ্বালে 
আলোর তালে চন্দ্র ভালে, 
শেষ দেখাও মিলবে না
তোর আংগিনাই তুই যে ওকে
আর কোন দিন দেখবি না ।।

১৩-১১-২০১৬ ।  বাড়ি ।

"ক্ষনিকের তরে"

"ক্ষনিকের তরে"
বিশ্বাস তন্ময়

।। বিদায়ের ধ্বনি ভাশে বাতাসে,
ক্ষনিকের তরে, হে বন্ধু বিদায়,
কভু যদি দেখা হয়, বন্ধু আমার,
একবার শুধাইয়ো, 
হে বন্ধু- 'কতকাল দেখিনি তোমায়'।
কত আলাপন, কত জ্বালাতন বেলা-অবেলায়, 
করিও ক্ষমা যদি করি ভুল কিছু অজ্ঞানতাই। 
আবারও আসব ফিরে, হে বন্ধু, বন্ধু বিদায় ।।

১৯-১২-২০১৬ । বাড়ির  পথে  ???। 

"অন্তহীন"

"অন্তহীন"

বিশ্বাস তন্ময়

|| একটি পথ
দিশেহারা অন্তহীন পথ
কিছু মরিচাপড়া 
ভাঁঙ্গা-চোরা স্বপ্ন,
সাথে টুটেপড়া কিছু অহংকারের 
চুপিচুপি আলাপন,
আরো অনেক বাকি, 
আরো অনেক দূরে
দিশাহীন পথের 
গতিহীন যাত্রা,
আরো অনেক বাকি 

গোধূলী হতে, সন্ধ্যা নামতে ||

23-02-2017 । বাড়ি । 

"নব ভাবনা"

"নব ভাবনা"

বিশ্বাস তন্ময়

।। আজও প্রতিটি মুহুরত 
কথা কয় আমার সাথে
প্রতি রাতে, ঘুমের ঘোরে 
হরদয়ের সুপ্তকনে শুরু হয়
অনুভূতির কল্পালাপ। 
আজও আমি স্বপ্ন দেখি ! 
বড় বড় আশা নিয়ে 
নব রচনার মহড়াকষী, 
দিগ  হতে দিগন্তে ছুটে চলার নেশায় 
চুরমাচুর হয়ে যায় নিদ্রা মাঝে। 
কিন্তু হায়, 
অতেন্দ্রীয় তন্দ্রা মাঝে 
বিচরণের ক্ষণেক শেষে 
সম্মুখে আসে নিগুড় এক বাস্তবতা 
ভূমি-কম্পের বেশে। 
তবুও, 
দিশাহীন নায়ে স্বপ্ন আমার ছুটে চলে 
নংগর হাতে নব ভাবনার খোঁজে ।।

27-04-20 17। বাড়ি ।