Thursday 17 March 2016

হরিণী তুমি


    "হরিণী তুমি"

    বিশ্বাস তন্ময়

|| মেঘ বিলাসি তুমি যে এক মৃদু কমল ভাষীনি
আধো-কালো বসনে তুমি কবি মন হরণী 
প্রশান্তির ঔ ছায়ানীড়ে তুমি যে কবি কায়া
দূর থেকে আজি দেখিনু ঔ শুভ্র বদন মায়া
তবে কেন হায় দেখিনি তোমায় পূ্রবে-দিবালোকে !
গোধুলীর ঔ আবছায় আলোয়, যেন দেখিনু প্রথম তাকে
এত অপরুপ প্রেমভাসিনী হরিণী মায়াবিনি
দৃষ্টি যেন নি্রঘুম রাতে সদ্য ফোঁটা দামিনী
লালচে রঙ্গা ওষ্ঠ যুগল রঙধনু হাসি মাখা
অঙ্গ যেন বিষ-বাসিনী খুঁজিছে অমর সখা
হায় হায় হায় হতভাগা সে, করিয়াছে হেলা
বুঝি নাই সে, ফুটিয়াছে ফুল গন্ধ কাননে !
হায়রে ও নি্রবোধ কবি কল্পনাতেই আঁকলি ছবি
বুঝলিনা তুই স্পর্শ তাহার কাবিতার চেয়েও অনেক দামী ||



                                                                16-03-2016 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা।