Wednesday, 28 October 2015

মেঘ বাড়ি

 "মেঘ বাড়ি"
 বিশ্বাস তন্ময়

|| অই দূর মেঘের উপর বানাবো একটি বাড়ি
দঃখ যতই আসে আসুক দেবো সে পথ পাড়ি
বিশাল কুঠির চাই না আমার করতে বসবাস
লতা পাতা আর গুল্ম হলেই কেটে যাবে রাত
কর্মহীন বলে আমায় দিওনা শুধু গালি
দঃখ-কষ্ট ঠেলেও আমি এখনো পথ চলি
স্বপ্ন আমার স্বপ্নই রবে তা কি করে হয়
স্বপ্ন যে ওরা ঘুমের ঘোরে বাস্তবে কথা কই ||

                                                                                                  মাঃডাঃ,কেশবপুর। ২৮।১০।১৫

 

No comments:

Post a Comment