Saturday 23 May 2015

একদল পাখি

           
           "একদল পাখি"
            বিশ্বাস তন্ময়

        || আকাশ জুড়ে মেঘ জমেছে
          নিস্তব্ধ গম্ভীর থমথমে পরিবেশ
          এই বুঝি বৃষ্টি এল |
          প্রকৃতি হারিয়েছে যেন এক আন্ধকারাচ্ছ্ন্ন মেঘ-মায়ায়,
          নেচছে যেন রুদ্র নৃত্তে !
          দমকা বাতাসে ধুলোরা এবার ঘরে ফিরলো
          এ যেন কোন এক প্রলয়ের ইঙ্গীতবাহী বার্তা !
          কৃষক-কৃষাণী ব্যস্ত হয়ে ওঠলো
          যে করেই হোক বাঁচাতে হবে মেহেনত,
          একে একে সবাই ঘরে ফিরছে
          শুধু রয়েগেলাম আমি
          কালো আকাশের নিচে
          আর একদল পাখি, সাদা পাখি
          উড়ে চলেছে ভীত ভীত চোখে একসাথে, একযোগে
          ধনুকের মত বেঁকে
          মনে হয় যেন, পথ হারিয়েছে !
          সন্ধ্যা ঘনিয়ে এল, বৃষ্টি শুরু হলো
          পাখিরাও যেন মিলিয়ে গেলো, 
          ঝড়-বাদলের দেশে, আন্ধকারের বেশে
          শুধু রয়ে গেলাম আমি, আকাশের দিকে চেয়ে
          এক মনে, এক ধ্যানে ||



(মুলগ্রাম রোডের স্মৃতিতে) ঢাকা, ২১/০৫/২০১৫

No comments:

Post a Comment