Tuesday 7 November 2017

"মান করেছি"

"মান করেছি"
@স্বরভাঙ্গা
|| তবে যাইহোক,
আমি আর যাব না'কো 
তোমাদের ও পাড়ায়
শুধু যাব অই চায়ের দোকানটিতে ।
দেখি, তোমার ভায়ের রক্ত-চক্ষু
কেমনে থামায় আমায়,
শুধু যাব না'কো আর
তোমাদের ও পাড়ায়।
কি ভাবছো ? ভয় পেয়েছি আমি,
না, একদমই না--অসম্ভব।
ভয়তো পাই না আমি,
তবে রাগ করেছি
কাল কেন আসনি তুমি
বিকাল বেলায়।
এক-কাপ, দুই কাপ
দু'য়ে দু'য়ে চার কাপ
আর কতো খেতাম আমি !
তাইতো আমি মান করেছি
বলব না'কো আসতে তোমায়
আর কখনো বিকাল বেলায়।
যাব না'কো আর
তোমার ও পাড়ায়
শুধু যাব অই চায়ের দোকানটিতে ||

25-10-2016 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা।

Sunday 5 November 2017

"দুইটা পাখির গল্প "

|| তুই আমাকে ভালবাসার গল্প শোনাস, 
শিখতে বলিশ ভালবাসা কারে কয় ! 
ওই পাগলি,
ইট, বালু, শুর্কি দিয়ে গড়া 
বহুতল ভবন দেখেছি কখনো? 
শুনেছিস কি ওর কারিগরদের আর্তনাদ 
যাদের রক্তের বিনিময়ে 
তোর ওই সপ্নের রাজ মহল? 
তবে শোন,
এক্টু এক্টু করে 
অজানা এক তেপান্তোরে হারিয়েগেছি আমি 
তোর হাত ধরে জন্ম দিয়েছি 
এক নিশপাপ ভালবাসার 
তোর অজান্তে 
তোকে নিয়ে ভেসেগেছি ঢেওয়ের তালে, 
নিজেকে না বলেই 
ভালবেসে ফেলেছি তোকে। 
আজ প্রতিটি নিশ্বাস 
শুধু তোর গান গায়ে যায় 
বেলা আবেলাই, 
এটাকে তুই কি বলবি? 
হয়তো ছেলেখেলা, 
তবে আমার কাছে 
এটা খারহীন সোনার মতই 
নিরেট তাই দামি||

"ধোঁয়াসা"

"ধোঁয়াসা"
বিশ্বাস তন্ময়

|| বিন্দুর সাথে বিন্দুর সংঘর্ষ, 
দল-হারা পাখির 
নিড়ে ফেরা হলো না আর
শুধু সময়ের পানে চেয়ে থাকা, 
বাকি সব ধোঁয়াসা ||

25-10-2016 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা।

"রিক্তের বেদন"

"রিক্তের বেদন"

বিশ্বাস তন্ময়

।। যেদিন ও থাকবে না
থেমে যাবে সব কোলাহল
স্মৃতিগুলো সব রয়ে যাবে তোলা, 
থাকবে না শুধু মায়াজাল। 
সকাল-বিকাল ডাকবে না আর, 
দেখবিনা ওকে অবেলায়, 
ঘুমের ঘোরে স্বপ্নচোরা 
উকি দিবেনা নিরালয়। 
সন্ধ্যাকালে জোনাকি দলে
মিটমিট করে প্রদীপ জ্বালে 
আলোর তালে চন্দ্র ভালে, 
শেষ দেখাও মিলবে না
তোর আংগিনাই তুই যে ওকে
আর কোন দিন দেখবি না ।।

১৩-১১-২০১৬ ।  বাড়ি ।

"ক্ষনিকের তরে"

"ক্ষনিকের তরে"
বিশ্বাস তন্ময়

।। বিদায়ের ধ্বনি ভাশে বাতাসে,
ক্ষনিকের তরে, হে বন্ধু বিদায়,
কভু যদি দেখা হয়, বন্ধু আমার,
একবার শুধাইয়ো, 
হে বন্ধু- 'কতকাল দেখিনি তোমায়'।
কত আলাপন, কত জ্বালাতন বেলা-অবেলায়, 
করিও ক্ষমা যদি করি ভুল কিছু অজ্ঞানতাই। 
আবারও আসব ফিরে, হে বন্ধু, বন্ধু বিদায় ।।

১৯-১২-২০১৬ । বাড়ির  পথে  ???। 

"অন্তহীন"

"অন্তহীন"

বিশ্বাস তন্ময়

|| একটি পথ
দিশেহারা অন্তহীন পথ
কিছু মরিচাপড়া 
ভাঁঙ্গা-চোরা স্বপ্ন,
সাথে টুটেপড়া কিছু অহংকারের 
চুপিচুপি আলাপন,
আরো অনেক বাকি, 
আরো অনেক দূরে
দিশাহীন পথের 
গতিহীন যাত্রা,
আরো অনেক বাকি 

গোধূলী হতে, সন্ধ্যা নামতে ||

23-02-2017 । বাড়ি । 

"নব ভাবনা"

"নব ভাবনা"

বিশ্বাস তন্ময়

।। আজও প্রতিটি মুহুরত 
কথা কয় আমার সাথে
প্রতি রাতে, ঘুমের ঘোরে 
হরদয়ের সুপ্তকনে শুরু হয়
অনুভূতির কল্পালাপ। 
আজও আমি স্বপ্ন দেখি ! 
বড় বড় আশা নিয়ে 
নব রচনার মহড়াকষী, 
দিগ  হতে দিগন্তে ছুটে চলার নেশায় 
চুরমাচুর হয়ে যায় নিদ্রা মাঝে। 
কিন্তু হায়, 
অতেন্দ্রীয় তন্দ্রা মাঝে 
বিচরণের ক্ষণেক শেষে 
সম্মুখে আসে নিগুড় এক বাস্তবতা 
ভূমি-কম্পের বেশে। 
তবুও, 
দিশাহীন নায়ে স্বপ্ন আমার ছুটে চলে 
নংগর হাতে নব ভাবনার খোঁজে ।।

27-04-20 17। বাড়ি ।

"গহিনের শব্দ"

"গহিনের শব্দ"

বিশ্বাস তন্ময়

|| চুপি চুপি ঘটে গেল সব
মনের গহিন কোনে
একান্তে, আপনও আলাপনে
চুরচুর চুরমাচুর শব্দ এদিক সেদিক,
বাতাসই তার গন্ধ বয়ে আনে বাতায়নে। 
কত জনই আছে ওরা, কত যে গান গায়
শুধু আমার গানের ছন্দ বিকৃত সুরে
গুমরে কেঁদে যায় ||



14-05-2017 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা। 

"একটি কবিতার জন্য"

"একটি কবিতার জন্য"
বিশ্বাস তন্ময়
|| একটি কবিতার জন্য হেঁটেছি আজ অনেকটা পথ,
যেতে যেতে দেখা হলো সবুজের সাথে, 
দেখলাম একদল মেঘ দাঁড়িয়ে আছে আমার পথটা জুড়ে।
একটু হেসে শুধালাম ওদের;
আচ্ছা মেঘ, 'মেঘান্বেষী'রে দেখেছো কি ওদিকে ?
ও বলল; হুম, তবে মেঘান্বেষী হারিয়ে আজ মেঘেদের দলে।
সোধ-বোধ পাছে ফেলে রয়লাম চুপ করে,
তারপর শুধালাম সবুজেরে;
আচ্ছা সবুজ,
'হরিণী বালিকা' আমার আজও কি আসে পাড়ায় তোমার?
ও বলল; শেষবার দেখেছিলাম ওরে গতবার বন্য হলে।
পুরানো স্মৃতি পাছে ফেলে যাত্রা করলাম শুরু,
একটি কবিতার খোঁজে।
দেখা হলো 'একদল পাখির' সাথে,
ওরা বলল; ওহে 'যাযাবর' কবি তুমি আজ মলিন কেন?
বললাম ওদের, কবিতা যে আজ গেছে হারিয়ে সমস্থ ঘর শূন্য করে।
অট্ট হেসে বলল ওরা;
কবির আবার হারানোর ভয়?
একটু থেমে অপন মনে বললাম ওদের সস্থা-দামে;
'হারানোর ভয় পায় না যে কবি, ভয় পায় অই অভিনয়ে'।
শোন হে কবি শোন তবে; বলল ওরা অপন ঢংয়ে,
'সংকীর্ণ হৃদয় ভালবাসে একবার, আর ক্ষুদ্র হলেও তুমি তো কবি,
কবিতা সেতো মিথ্যা ছবি,
ভালবাস তবে অই কবিত্বরে, কেন মরো ছুটে মিছেমিছে?
বললাম মৃদুস্বরে;
কবিত্ব যে দেনা পড়ে আছে অই মেঘান্বেষীর কাছে,
তাই তো ওরে খুঁজে বেড়ায় সকাল-বিকাল-সাঝে |
|

05-08-2017 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা। 

"শখী"

"শখী"
বিশ্বাস তন্ময়

|| শখী, 
কেটে গেল আর এক প্রহর তোরই বিহনে, 
দিবা গতে এলো রাত, বসন্ত পেরিয়ে শীত,
আসিলি না শুধু তুই।
হারিয়ে গেল নব প্রভাত ঐ উদয়ন মুখে, 
গাঁথিল না মুক্তমালা শিশির বিন্দু দিয়ে
আজন্ম বাসনা, আর অতৃপ্ত আত্মা হাহাকার
বক্ষে ধারণ করে,
আছি আমি আজও তোরই পথ চেয়ে।
সব চলে যায়, সবই ছেড়ে যায়,
শুধু বসুমতি যায় বয়ে অপন রেখায়।
সময় ওযে ফিরে ফিরে চায়,
কত পাখি আসে কত গান গায়,
অমি শুধু রই পড়ে তোরই প্রতিক্ষায়।
এইতো সেদিন এসেছিল ও,
করেছিল নিবেদন অশ্রুধারায়,
শিক্ত হিয়ার তপ্ত রোধন
আজও ভাশে মোর প্রাণে।
তবু, আজও আমি হায়
পথ পানে চাই
যপি তোরই নাম এই নিরালায়,
বন্ধ কুঠির দ্বারে, সময় খেয়ার বিপরিত অভিসারে। ||



১৬-১১-২০১৬ । । বাড়ি ।

"খুনশুটি"

"খুনশুটি"
বিশ্বাস তন্ময়

|| কত খুনশুটি তোমাতে আমাতে
বেলা অবেলায় কত গল্প, 
কত মান অভিমান।
দৃষ্টির আড়ালে, একটু দূরে গেলে 
সহস্র ভয়ানুভূতির একত্র আন্দোলন, 
ধমনির নিন্ম মুখে সঞ্চালন, 
তন্দ্রানীর ঊদ্ধ মুখে পলায়ন- অরও কত কি! 
আবার ক্ষণেক বাদে 
তোমার চোখের আবেশী আলাপনে 
সব ক্লান্তির অবসান। 
সব কিছু কতই'না সত্য বল! ||


00-00-20 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা। 

"দিশেহার"

"আর্তনাদ"
বিশ্বাস তন্ময়

||দেনা-পাওনার ইতিকথা,
প্রতিশ্রুতির তপ্ত শৃখল,
কর্তব্যের ণাগপাস,
গভীর রাতে হঠাৎ আর্তনাদ,
দিশেহার মন,
অন্তর আত্মার তিক্ত-কটু গন্ধ,
যোগীর ধ্যানে বর্জ্য বৃষ্টি
সব তচনচ, তচনচ, লন্ড-ভন্ড||



 31-10-2016 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা। 

"কোন মানে হয়!"

"কোন মানে হয়!"

 বিশ্বাস তন্ময়

|| একটি তাঁরার খোঁজে
কখনো এদিকে আবার কখনো ওদিকে
কোন মানে হয়!
কখনো সুবিশাল আকাশের নিচে
চন্দ্রিমা রাতে,
আবার কখনো খাল-বিল পেরিয়ে
ছোট্ট নদীটির তীরে
হাজারও তাঁরার ভিড়ে, একটি তাঁরার খোঁজে
কোন মানে হয়!
আবছা আলো-ছাঁয়া মাঝে
দূরের গাছ গুলো বা কাছের মানুষ গুলো
কোন কিছুই দৃশ্যমান নয়
অস্পষ্ট…ভয়ংকরও বটে।
কোন মানে হয়!
বিশাল প্রস্থর খন্ডের উপর ঠিকরে পড়া
প্রভাতের আলোক রশ্মিও
মাঝে মধ্যে তাঁরার মতোই প্রতীত হয়
কোন মানে হয়!
ছোট্ট ছোট্ট গুল্ম-মাঝে
হাত-পা হেলানো, ঊল্লো-ঘুল্লো চুলের
খেঁজুর বৃক্ষই এ বনের রাজা অথবা রানী
কোন মানে হয়! ||

 03-11-2017 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা।