Sunday 5 November 2017

"কোন মানে হয়!"

"কোন মানে হয়!"

 বিশ্বাস তন্ময়

|| একটি তাঁরার খোঁজে
কখনো এদিকে আবার কখনো ওদিকে
কোন মানে হয়!
কখনো সুবিশাল আকাশের নিচে
চন্দ্রিমা রাতে,
আবার কখনো খাল-বিল পেরিয়ে
ছোট্ট নদীটির তীরে
হাজারও তাঁরার ভিড়ে, একটি তাঁরার খোঁজে
কোন মানে হয়!
আবছা আলো-ছাঁয়া মাঝে
দূরের গাছ গুলো বা কাছের মানুষ গুলো
কোন কিছুই দৃশ্যমান নয়
অস্পষ্ট…ভয়ংকরও বটে।
কোন মানে হয়!
বিশাল প্রস্থর খন্ডের উপর ঠিকরে পড়া
প্রভাতের আলোক রশ্মিও
মাঝে মধ্যে তাঁরার মতোই প্রতীত হয়
কোন মানে হয়!
ছোট্ট ছোট্ট গুল্ম-মাঝে
হাত-পা হেলানো, ঊল্লো-ঘুল্লো চুলের
খেঁজুর বৃক্ষই এ বনের রাজা অথবা রানী
কোন মানে হয়! ||

 03-11-2017 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা। 

No comments:

Post a Comment