Sunday 5 November 2017

"দুইটা পাখির গল্প "

|| তুই আমাকে ভালবাসার গল্প শোনাস, 
শিখতে বলিশ ভালবাসা কারে কয় ! 
ওই পাগলি,
ইট, বালু, শুর্কি দিয়ে গড়া 
বহুতল ভবন দেখেছি কখনো? 
শুনেছিস কি ওর কারিগরদের আর্তনাদ 
যাদের রক্তের বিনিময়ে 
তোর ওই সপ্নের রাজ মহল? 
তবে শোন,
এক্টু এক্টু করে 
অজানা এক তেপান্তোরে হারিয়েগেছি আমি 
তোর হাত ধরে জন্ম দিয়েছি 
এক নিশপাপ ভালবাসার 
তোর অজান্তে 
তোকে নিয়ে ভেসেগেছি ঢেওয়ের তালে, 
নিজেকে না বলেই 
ভালবেসে ফেলেছি তোকে। 
আজ প্রতিটি নিশ্বাস 
শুধু তোর গান গায়ে যায় 
বেলা আবেলাই, 
এটাকে তুই কি বলবি? 
হয়তো ছেলেখেলা, 
তবে আমার কাছে 
এটা খারহীন সোনার মতই 
নিরেট তাই দামি||

No comments:

Post a Comment