Tuesday 26 May 2015

শ্রদ্বায় নজরুল

                       

                          "শ্রদ্বায় নজরুল"
                            বিশ্বাস তন্ময়
 
                              "বল বীর-
                        বল উন্নত মম শির !
     শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির !"

 

          || হে পরম পুরুষ, সূর্য্য সন্তান, ক্ষণজন্মা কবি,
            তোমার অগ্নি ঝরা কন্ঠে
            বেঁজেছিল একদিন বিদ্রোহের সুর,
            জেঁগেছিল কোটি প্রাণ !
            তোমারি লেখনীতে হয়ে উজ্জীবিত,
            দিয়েছিলো বিসর্জন তাজা প্রাণ যত !
            এই বাংলার তরে, বাঁচাতে মায়ের সন্মান |
            করেছিলে রাজ তুমি
            কোটি বাঙলীর প্রাণে, ছন্দে ছন্দে, গানে গানে,
            আজও সেই সুর বাঁজে প্রতি বাঙলীর প্রাণে !
            আজি তোমারি জন্মদিনে,
            হে বিদ্রোহী, হে ঋষি কবি, 

            জানাই তোমায় কোটি প্রণাম ||


ঢাকা, ২৪/০৫/২০১৫

No comments:

Post a Comment