Sunday 24 May 2015

যাযাবর

         "যাযাবর"
        বিশ্বাস তন্ময়

     || মৌনতার কাফোনে জড়ানো
       জীবন্ত এক লাশ আমি !
       যার চারিপাশ তমশাচ্ছন্ন,
       স্বপ্নহীন রোদে ঝলসানো ধূধূ মরুভূমির মত |
       জন্মই যেন আজ পর্বতসম পাপের বোঝা !
       আশাহীন,স্ব্প্নহীন, একা আমি
       পথ চলেছি, শত বর্ষ ধরে পৃথিবী পথে,
       কোন এক উদ্দেশ্যহীন গনতব্বে |
       ঠিক যেন, কূলকিনারাহীন সিন্ধুর বুকে
       ভেঁসে থাকা ছোট্ট এক টুকরো পললের মত,
       ভাঁসছি তো ভাঁসছি, চলছি তো চলছি,
       চালচুলোহীন এক যাযাবরের বেশে,
       দেশে দেশে,পথে পথে ||



৩২ নং লেক, ঢাকা, ২২/০৫/২০১৫

No comments:

Post a Comment