Sunday 11 October 2015

সূর্যাদয়

                                  "সূর্যাদয়"
                              বিশ্বাস  তন্ময়

অই               ছুটেছে রণভেরী দূর্গম পথ ধরি
                    য্তক্ষণ আছে দম লড়ে যাবে  প্রান-পণ
                    ভেদিবে আঁধার যত আলোর দিশায় !

ওরে              তোরা গেঁয়ে যারে গান দিয়ে মনও প্রাণ
                    ভুলে সংশয় হ'রে আগুয়ান
                    উড়াতে বিজয় নিশান, আজি গেঁয়ে যারে গান !

ওরে              তোরা  কে আসিবি আয় ভয় নাহি পায়
                    হয়ে ইন্দ্র-বাণ করিবে নিধন
                    য্ত প্রাণ আছে ঐ আঁধার মাঝে !

ওরে              কন্ঠ আজি অগ্নি বীনা বাঁজাবে জানি প্রলয় বীনা
                    করিতে শান্ত হবে অশান্ত মানিবে না কভু হার
                    নাই যে ওদের ডর ওরা যে ভয়ম্কর !

অই              দেখ যায় শমশের হাতে দামাল ছুটেছে মহাউল্লাসে
                   ভেদিয়া বক্ষ সিন্ধু তাহার রণভেরী শোনা যায়
                   হবে যে সূর্যাদয় আজি এ প্রভাতে,
                   ঘুচিবে আঁধার য্ত পৃথিবীতে আছে !



১১-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল )

No comments:

Post a Comment