Monday 12 October 2015

জ্ঞানপিয়ালী

"জ্ঞানপিয়ালী"
বিশ্বাস তন্ময় 

|| আমি কিন্তু, অই মানুষের দলে
যাদের আছে অনেক, তবু পায়ে হেঁটে চলে
অই যে, লোকে যাদের পাগল বলে !
গাড়ি বাড়ি আমারও আছে
শিক্ষাও আছে বেশ
তবু আমি মানুষে মানুষে দেখিনা বিভেদ !

কেবা মুচি কেবা শুচি কি এসে যায় তাতে !
যত পারিবে মানুষ ধরিবে জ্ঞান বাড়িবে তাতে
জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তি, জ্ঞানই দেবে আলো
মুছেফেলে সকল অহংকার জ্ঞানের প্রদীপ জ্বাল
জ্ঞান চক্ষু হলে মুক্ত ঘুচিবে তোমার সকল দুঃখ
সৃষ্টি উল্লাসে তখন উঠবে তুমি মেতে
তাইতো আমি ঘুরে বেড়াই পাগল ছদ্মবেশে |

প্রকৃতি যখন হাতছানি দেয় হৃদয় মাঝে সেতার বাঁজায়
ঘর ছেড়ে তাই ছুটে যে যায়
জ্ঞানপিয়ালীর দেশে, এক পাগলের বেশে |
দিকহারা সেই দিগন্তে ভাই জ্ঞানমালতি গন্ধ ছড়াই
শুভ্র-শীতল ছায়া মাঝে স্বর্গীয় সুখ অনুভূত হয়
হারিয়ে যায় অতন্দ্রীমায় হয়ে তন্ময়, হয়ে তন্ময় ||

                                                                            
                         (ফারহানা মেডামকে  ছোট্ট উপহার) 
                    ১২-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল )

No comments:

Post a Comment