Wednesday 4 November 2015

ফিরতি আকাশ



                     "ফিরতি আকাশ"
                         বিশ্বাস তন্ময়

 || সাদা কাল নীলের মোড়কে আচ্ছাদিত সুবিশাল আকাশ
   তারই মাঝে দক্ষিণা মুখে ভেঁসে চলা বিশাল হিমাদ্রীর
   গা বেঁয়ে ঝরে পড়া ঝরনা ধারা টাপুর টুপুর শব্দে পতিত হচ্ছে
   তৃণ-গুল্মাধীর সবুজ ফ্রেমে বাঁধান জলাশয়ের বক্ষ ভেঁদ করে |
   ঢেউয়ে তালে তাল মিলিয়ে নেচে চলা শেওলা ফুলের
   প্রেমে মহিমার্নীত হয়ে সান্ধ্য বালিকার সর্পের ন্যায় একে বেঁকে অবগহণ,
   ওষ্ঠ দিয়ে ঝরে পড়া বিন্দু বিন্দু জল কণা মাঝে সৃষ্ট  সুবিশাল জল রাশি
   তারই উপর ভাঁসমান পালতোলা নৌকা নিয়ে দিক-বেদিক হারানোর
   বাসনা জাগল প্রাণে, আজ এ সন্ধ্যায় বসে ফিরতি ট্রেনের কণে ||

                                                                   ০৪-১১-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা।

No comments:

Post a Comment