Tuesday 27 October 2015

বদ্ধঘর


            “বদ্ধঘর”
           বিশ্বাস তন্ময়

|| ওরে তোরা বুঝবি কেমন করে
জ্ঞান যে তোদের আটকে আছে অই বদ্ধ ঘরে
আছে যে এক অচিন পাখি তাহারি ভিতরে
সময়ে অসময়ে সে'ত বাইনা শুধু করে
কিবা ধরে কিবা ছাড়ে তাই ভেবে মরে
কারনে অকারনে সে'ত দ্বন্দ্ব শুধু করে
কিবা ভাল কিবা মন্দ  নাহি ধরে তার কানে
সৃষ্টিতত্ত্ব ভুলে সে'ত পোড়ে রোষানলে
ওরে তোরা বুঝবি কেমন করে
জ্ঞান যে তোদের আটকে আছে অই বদ্ধ ঘরে ||

                                                                                                 মাঃডাঃ,কেশবপুর। ২৭।১০।১৫

No comments:

Post a Comment