Sunday 25 October 2015

অনন্ত বিজয়


"অনন্ত বিজয়"
 বিশ্বাস তন্ময়

|| ইতিহাস রাখবে মনে
করনা তুমি ভয়, হে অনন্ত বিজয় !
দিয়েছ রক্ত তুমি যে বঙ্গ তরে
লাখ প্রাণ ঝরে গেছে তারহারি জঠোরে |

বাঙ্গালী দামাল মোনা করে না'তো ভয়
সহ্সা রক্ত ঝরায় নেই যে সংশয়
তুমি করনা'কো ভয়
ইতিহাস রাখবে মনে, তুমিই বিজয় !

শুধু ভয় হয়
স্বাধীনতা যেন ক্ষয় নাহি হয়
দানবের পদ ছোঁয়ায় !
হে অনন্ত বিজয়,
দামালের নেই আহুতির সংশয়
ইতিহাস রাখবে তোমায় পাতায় পাতায়
তুমি করনা'কো ভয় ||

                                   
                                    ২৬-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা।

No comments:

Post a Comment