Sunday 5 November 2017

"শখী"

"শখী"
বিশ্বাস তন্ময়

|| শখী, 
কেটে গেল আর এক প্রহর তোরই বিহনে, 
দিবা গতে এলো রাত, বসন্ত পেরিয়ে শীত,
আসিলি না শুধু তুই।
হারিয়ে গেল নব প্রভাত ঐ উদয়ন মুখে, 
গাঁথিল না মুক্তমালা শিশির বিন্দু দিয়ে
আজন্ম বাসনা, আর অতৃপ্ত আত্মা হাহাকার
বক্ষে ধারণ করে,
আছি আমি আজও তোরই পথ চেয়ে।
সব চলে যায়, সবই ছেড়ে যায়,
শুধু বসুমতি যায় বয়ে অপন রেখায়।
সময় ওযে ফিরে ফিরে চায়,
কত পাখি আসে কত গান গায়,
অমি শুধু রই পড়ে তোরই প্রতিক্ষায়।
এইতো সেদিন এসেছিল ও,
করেছিল নিবেদন অশ্রুধারায়,
শিক্ত হিয়ার তপ্ত রোধন
আজও ভাশে মোর প্রাণে।
তবু, আজও আমি হায়
পথ পানে চাই
যপি তোরই নাম এই নিরালায়,
বন্ধ কুঠির দ্বারে, সময় খেয়ার বিপরিত অভিসারে। ||



১৬-১১-২০১৬ । । বাড়ি ।

No comments:

Post a Comment