Sunday 5 November 2017

"একটি কবিতার জন্য"

"একটি কবিতার জন্য"
বিশ্বাস তন্ময়
|| একটি কবিতার জন্য হেঁটেছি আজ অনেকটা পথ,
যেতে যেতে দেখা হলো সবুজের সাথে, 
দেখলাম একদল মেঘ দাঁড়িয়ে আছে আমার পথটা জুড়ে।
একটু হেসে শুধালাম ওদের;
আচ্ছা মেঘ, 'মেঘান্বেষী'রে দেখেছো কি ওদিকে ?
ও বলল; হুম, তবে মেঘান্বেষী হারিয়ে আজ মেঘেদের দলে।
সোধ-বোধ পাছে ফেলে রয়লাম চুপ করে,
তারপর শুধালাম সবুজেরে;
আচ্ছা সবুজ,
'হরিণী বালিকা' আমার আজও কি আসে পাড়ায় তোমার?
ও বলল; শেষবার দেখেছিলাম ওরে গতবার বন্য হলে।
পুরানো স্মৃতি পাছে ফেলে যাত্রা করলাম শুরু,
একটি কবিতার খোঁজে।
দেখা হলো 'একদল পাখির' সাথে,
ওরা বলল; ওহে 'যাযাবর' কবি তুমি আজ মলিন কেন?
বললাম ওদের, কবিতা যে আজ গেছে হারিয়ে সমস্থ ঘর শূন্য করে।
অট্ট হেসে বলল ওরা;
কবির আবার হারানোর ভয়?
একটু থেমে অপন মনে বললাম ওদের সস্থা-দামে;
'হারানোর ভয় পায় না যে কবি, ভয় পায় অই অভিনয়ে'।
শোন হে কবি শোন তবে; বলল ওরা অপন ঢংয়ে,
'সংকীর্ণ হৃদয় ভালবাসে একবার, আর ক্ষুদ্র হলেও তুমি তো কবি,
কবিতা সেতো মিথ্যা ছবি,
ভালবাস তবে অই কবিত্বরে, কেন মরো ছুটে মিছেমিছে?
বললাম মৃদুস্বরে;
কবিত্ব যে দেনা পড়ে আছে অই মেঘান্বেষীর কাছে,
তাই তো ওরে খুঁজে বেড়ায় সকাল-বিকাল-সাঝে |
|

05-08-2017 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা। 

No comments:

Post a Comment