Monday 19 October 2015

পরিচয়


    "পরিচয়"
  বিশ্বাস তন্ময়
  
|| দুঃখ আমি আমার মাঝেই লুকিয়ে রাখতে চাই
   ও দেবে না পরিচয়
   বোবাস্বরে কেঁদে যাক ও আমার অন্তরায় !
  
   ঈশান কণে মেঘ দামিনী, বর্ষণ হবে নিশ্চিত জানি
   তবু বর্ষণ নাহি হয়
   অন্ধ হয়ে ঝরে যাক ও আমার অন্তরায় !
  
   অগ্নিমালা জপতে হলে আগুনে জ্বলতে হয়
   নব সৃষ্টির মাঝে আবার অগ্নিমালা চায়
   দাহন হয়ে জ্বলে যাক ও আমার অন্তরায় !
  
   অমৃতের স্বাদ শুধু যে অই অমৃত-পায়ী পায়
   চারণ পশু কেমনে বুঝিবে অমৃত কারে কয়
   মধুকরী হয়ে রয়ে যাক ও আমার অন্তরায় !

   হৃদয়ের কথা বুঝতে হলে হৃদয় থাকা চায়
   চর্মচক্ষু কেমনে বুঝবে ভালবাসা কারে কয়
   ও দেবে না পরিচয়
   গোমড়া মুখে রয়ে যাক ও আমার অন্তরায় ! ||
  
   ১৯-১০-২০১৫ । রাতে, ধানমন্ডি- ১৯ নম্বর।

No comments:

Post a Comment