Wednesday 21 October 2015

একফালি মেঘ

"একফালি মেঘ"
  বিশ্বাস তন্ময়

|| আকাশটা পড়েয়াছে আজ গোমড়া মুখে
নেই সূর্য্যের ছ্টা, বাতাসেরা নিয়েছে যেন ছুটি
পাখিরা আজ অলাস ভরে বোসে আছে চুপ্টি করে
চারিদিকে মেঘ থম থম করে আমার মনের ঘরে
ভীত চোখে দেখি  চেয়ে
মেঘান্বেষী আসেনি আজ আমার দ্বারে
চোখ টলমল করে
মেঘান্বেষী হারিয়েছে আজ বহু ক্রোশ দূরে
বিষর্ণতা ছেয়ে গেছে মুখজুড়ে 
ছ্ন্দাহাসি হারিয়েছে সব মেঘান্বেষীর আঁচল ধরে
মনের অই দুয়ার খুড়ে একটি কথাও আসেনা ভেসে
কলমটা তাই চুপ্টি করে কেঁদে যায় বোবা স্বরে
কত কথা ওর জমা পড়ে আছে মনের বদ্ধ কণে
পড়ে না ধরা ওরা যে আজ ছ্ন্দ বাণে 
পশ্চিমাকাশে একফালি মেঘ উড়ে যায়
অই মাঘান্বেষীর ঘর পানে
পারেনা কি ও বৃষ্টি হয়ে 
ব্যাথা আমার  পৌছে দিতে মাঘান্বেষীর কানে ?? ||
                                                                               (অষ্টমী-২০১৫)
  ২১-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা।

No comments:

Post a Comment