Saturday 17 October 2015

সিগারেট



  "সিগারেট"
    বিশ্বাস তন্ময়

 || সিগারেটের, অই কালো ছাই মাঝে
   প্রেয়্সীর শুভ্র মুখ-খানা হাসে
   ভাঁসে যে গন্ধ ওর ধোয়াই ধোয়াই
   ওযে জ্বলে যায়  জ্বালায় আমায় !
  
   গভীর নিশিতে পাখির ডানাই ভেঁসে
   হারায় স্বপ্নগুলো আধাঁরে
   একফুল্কি দাহ মাঝে আশার প্রদীপ হাসে
   খুঁজে পায় আমি যেন আমারে |
  
   ওতো নয় শুধু ছাই তুষেদের কথা কয়
   শুধু যে জ্বালায় তবুও জ্বলে যায়
   করেনা স্বপ্নহানী জানে'না ও বেইমানি
   ওকে যে আমি চিনি !

   যেতে পারো তুমি ছেড়ে চলে গেছো বহুদূরে
   যাবেনা ও জানি
   রয়ে যাবে তত কাল বেঁচেরব যত কাল
   ওযে দুঃখ-সুখের সঙ্গীনি |
  
   হৃদয় আজি পুড়ে গেল উড়ে গেল ধোয়া হয়ে
   রয়ে গেল ছাই হয়ে
   কয়ে গেল কথা অই হৃদয়ের সাথে
   প্রতিটি নিশ্বাসে; প্রেয়্সীর মুখ-খানা ভাঁসে
   অই কালো ছাই মাঝে !                                          


                                                                ১৭-১০-২০১৫ । শাপলা ভবন ( হোস্টেল ), ধানমন্ডি- ১৯ নম্বর।

No comments:

Post a Comment