Wednesday 21 October 2015

মৃত্যুঞ্জয়

  "মৃত্যুঞ্জয়"
বিশ্বাস তন্ময়


|| যুক্তি তাহার ত্রিশূল ধারি, কন্ঠ যেন অগ্নি বারি
ত্রিশূল ধারি সর্প যেন দংশীল আমারে
অঙ্গ যেন জ্বলে পুড়ে যায় ভুজঞ্জিনীর বিষ পেয়ালায়
সম্কচিত হৃদ-কম্পন ধমনির অই বিষ প্রভায়
জীর্ণ কুঠির দ্বারে যে অই মৃত্যুদূতের গান শোনা যায়
নেশাচুর অই মৃত্যু মায়ায় মেঘান্বেষীর শীতল ছোয়ায়
পুলকিত হয় হৃদয় আমার জীবন সায়হ্নে
হারিয়ে যায় প্রেম লীলায় মেঘান্বেষীর তনু ভেলায়
সারথী আমার দিক যে হারায় মাঝ দরিয়ায়
স্রোতষীনির নাভী মূলে ময়ূর যে অই ঝংকার তোলে
ঢেউয়ের তালে সুভাষ যেন বাঁশুরি বাঁজায়
সর্পবেশী মেঘান্বেষী কাঁটিল আমার অন্তরায়
মৃত্যুকে তাই করিলাম জয় মৃত্যুদূতের উষ্ম ছোয়ায়
হয়ে মৃত্যুঞ্জয় ||

                                                            ২২-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা। 

No comments:

Post a Comment