Thursday 22 October 2015

প্রজ্ঞা

"প্রজ্ঞা"
 বিশ্বাস তন্ময়

হে প্রজ্ঞা, বাকদেবীর মানষ কন্যা
তুমি যে এক প্রজ্বলিত শিখা
তোমার প্রতিভায় মুখরিত হয়ে
বেঁজে উঠুক শঙ্খ ধ্বনি সুরের লাহরি হয়ে
সকল অজ্ঞানতার ইতিকা হয়ে তুমি
জ্ঞানের কিরণ মালা বিকাশিত করো বিশ্ব লোকে |

হে কৃষ্ণ ভগিনী, বিদুষীণি কন্য
তোমার চিন্ময়ী রূপে
মহীমার্নীত হোক যত চরাচর আছে ত্রিলোকে
তোমার পুষ্প পলাশ সুভাষে
ভোরে উঠুক ইন্দ্রালয়ের রন্ধ রন্ধ
প্রসন্নীত হোক য্ত দেব-দেবী আছে দ্যুলোকে |

হে শিল্পী, বিল্পবীণী গার্গী
তোমার হস্থে রচিত হোক নব সৃষ্টি
অনুসরণীয় হোক কৃত্তি তোমারে যুগে যুগে
তোমার তন্ময়ী ভাবে, যুক্তিসিদ্ধ বাচন শৈলীতে
জ্ঞান-বিজ্ঞানের মূলাধার রুপে তুমি
সুশোভিত করো এ সুবিশাল বসুমতিকে

হে সঞ্জয় ভ্রাতুস পুত্রী, মাতৃরুপী তনয়া
তোমার সুবিশাল অন্তরিক্ষের শুভ্র শীতল ছায়ায়
সজীব হোক যত ক্লান্ত প্রাণ আছে ধরণীতে
তোমার জ্ঞানের বর্নালী প্রভা 
ছড়িয়ে পড়ুক সূর্য্য লোকে
মুখরিত হোক আকাশ বাতাস তোমার জয় ধ্বনিতে |




২২-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা। 

No comments:

Post a Comment