Friday 23 October 2015

অব্যাক্ত মুখ

 "অব্যাক্ত মুখ"
 বিশ্বাস তন্ময়

|| পঞ্চ-ইন্দ্রয় বিকল হলে স্মৃতি দেয় তার দুয়ার খুলে
অনেক কথা আসে ভেসে সেই দুয়ারের গহিন থেকে
স্মৃতির ফ্রেমের অনূভুতি গুলো গুমরে কাঁদে যায়
সঞ্চারিকা শক্তি যেন খুঁজে না পায় বাঁচার দিশা
জীবন সায়হ্নের বেলা ভূমিতেই থমকে দাঁড়িয়ে যায়
এমনই এক বিষন্ন ক্ষণে ক্লান্ত সেই প্রাণের মনে
আশার ঘন বর্ষন যেন বাঁধ ভেঁঙ্গে দেয়
যদি এক অব্যাক্ত চেনা মুখ প্রতিয়্মান হয় ||


                         
                                                                                                 (শুভ বিজয়া)
                                          ২৩-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা।



                                           

No comments:

Post a Comment