Saturday 24 October 2015

শান্তি বারী


"শান্তি বারী"
বিশ্বাস তন্ময়

|| সৃষ্টি যে অই চলেছে দেখ
সহ্শ্র কাল ধরে একে অন্যের তরে
দঃখ সুখের প্রদীপ জ্বালায় একে অপরে ঘরে
আনন্দ হরষে রংধনু পরশে মেতে উঠে আঙ্গীনা ওদের
নতুন প্রভাত ফোঁটে রবির কিরণ সাথে আঁধার যে টুটে যায় |

ওরে তোরা করিস'নে আর দ্বন্দ লড়াই
ফেলে হাতিয়ার চলরে সবাই ঔদের সুরে গায়
আকাশে বাতাসে কেন'রে আজ হাহাকার শোনা যায়
নিজের খুনেই রক্ত হোলি খেলিস কেন ভাই !
দুঃখ যদি আসে দ্বারে লড়রে তোরা সবার তরে
ক্ষনিকের এই ছোট্ট দেখায় দ্বন্দ কিসের বল
সৃষ্টি কি তোরা সাথে করে নিবি শেষ ঠিকানায় ?
সব ভেদাভেদ ভুলে আজি  প্রেমের লাহরি বাঁজা দেখি
স্বর্গ যাতে মত্তে এসে লুটোপুটি খেয়ে যায়
ফেলে হাতিয়ার চলরে সবাই প্রকৃতির সুরে গায় |

কুরান পুরান বেদ বেদান্ত কি হবে দিয়ে বল
মহা মানবের প্রেমের সাথেই করলি যদি ছল 
হিন্দু মুসলিম বৌদ্ধ খিষ্ঠান সাবাই যে মোরা ভাই
চলরে সবাই মিলেমিশে মোরা শান্তির গান গায় ||

                                                                     ২৪-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা।

No comments:

Post a Comment