Friday 23 October 2015

প্রতিক্ষা


  "প্রতিক্ষা"
 বিশ্বাস তন্ময়

|| ঊদ্ধ-অধো জুড়ে কালো মেঘ ছেয়ে আছে পাহাড়ে
নিঃস্তব্ধায় ঘেরা প্রকৃতি, নেই কলোরব পাখিদের
মেঘ হটিয়ে ফোঁটাতে আলো পবনও যেন ব্যার্থ হল
দিনে দিনে পাঁচ ফুরালো ষষ্ঠী গিয়ে দশমী এলো 
মেঘান্বেষী তবু আমর লাপাত্তাই রয়ে গেল !
লুকালো মুখ মেঘের আড়ালে অজানা কোন এক অভিমানে |

কত বর্নালী সাজই ও সেজেছে আজ বিজয়ার দিনে
এদিকে ও দিকে ঘুরে ফিরে মজেছে কত'না হৈহুল্লে 
শুধু করেছে বন্ধ  মনের দোয়ার আমার জন্য--প্রবেশ নির্ষিদ !
বুকের মাঝে একদল কলো মেঘ নিয়ে আছি বসে--একাকি নির্জনে
নিঃস্তব্ধ ঘরের মাঝে সব মেঘ যেন জুঠেছে এসে
অমানিশা যেন পড়েছে ঢলে দিনের আলোয় জানলা তলে
ঘড়ির কাঁটার টিকটিকটিক শব্দ আর মেঘেদের সঙ্গী হয়ে
প্রতিক্ষার প্রহর চলেছি গুনে বিসর্ন এক্ষনে মেঘান্বেষীর সন্ধানে ||

                                                                                               (শুভ বিজয়া)
                                          ২৩-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা।

No comments:

Post a Comment