Sunday 25 October 2015

সিরিয় শিশু



 "সিরিয় শিশু"
  বিশ্বাস তন্ময়

|| বিশাল তোটিনির অই হাহাকার শোনা যায় !
যার স্থান দুগ্ধ মুখে মাতৃ কোলে অই
পড়লো দেখ সেও আজ শকুনির রোষানলে                                       
আছে পড়ে ক্ষুদ্র মানব তোটিনি গহব্বরে
কেই'বা হাসে, কেই'বা কাঁদে, কেউ'বা চুপি সরে
মা'যে আমার হয়ে হতবাক বসে রয় নদী তীরে
কে বুঝবে দুঃখ তার দেবে কে সান্তনা
মা'যে আমার নিশ্চল অজি অশ্রু যে বাঁধ ভানঙ্গা
এত ক্ষুদ্র দেহটি তার গন্ধ নাহি ছড়ায়
তবু দেখ, অবাক পৃথিবী চুপি সারে চলে যায় ! ||

                                                         

                                                                    ২৫-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা।

No comments:

Post a Comment