Saturday 14 November 2015

সময় খেয়া


"সময় খেয়া"
বিশ্বাস তন্ময়

|| এক দুই তিন করে হারায় যে সব সময়ের ঘরে
ওরে, সময়ের খাঁচা কে বাধিল’রে ?
দু’দিনের এই ছোট্ট জীবন পাবিনা’রে আর
ভুলে সব হিংসা বিবাদ সময়কে জাপটে ধর
করে যা সব কৃতকার্য মানিস না’কো হার ।

দাসের ন্যায় জীবন তোরা সইবি কত কাল
প্রভুদের অই পদ তলেই রইবি চিরকাল ?
সুখ-দুঃখের অন্তরালে দেখরে এবার জগৎটারে
প্রকৃতি কেমন চুপিসারে ছন্দ বুনে যায়
চলরে মোরা সবাই মিলে প্রকৃতির সুরে গায়।

অই যে দেখ হিমাদ্রি আছে দন্ডায়মান
হিমাদ্রির মতই তোরা করে যা সংগ্রাম
দুঃখ যতই আসে আসুক মাথা নোয়াবার নয়
আঁধার শেষে আলোর দেখা মিলবে নিশ্চয়
সময়ের অই যন্ত্রকে তোরা করিস কেন ভয় ?

সময় ও'যে বড় নিষ্ঠুর একা একা বোয়ে যায়
সময়ের টানে প্রিয়জন শুধু দূরে সরে চলে যায়
তাতে নেই যে মোদের ভয়
ভেঙ্গেফেলে অই জীর্ন কুঠির
চলরে মোরা সবাই মিলে সময়ের খেয়া বাই ||

শুধু মানিস নে পরাজয়
পরাজয় যদি মানতেই হয়, পাকড়া তবে মৃত্যু দুয়ার
অপমানিতের মরণ জ্বালায় জ্ব্লবি কত আর ?

                      
                                    ১৪-১১-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল ), ঢাকা। 

No comments:

Post a Comment